মূল পাতা শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গনে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে : ছাত্রসমাজ
রহমত নিউজ ডেস্ক 17 September, 2022 09:53 AM
প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পুরানা পল্টনস্থ খতীবে আযম রহ. মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ ইসমাঈল হুসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ঢাকা মহানগরী আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের খান, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল হক সাখী, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবু তাহের খান বলেন, দেশের ক্যাম্পাস গুলোতে দলীয় লেজুড়বৃত্তির দ্বারা পেশি শক্তির মহড়া চলছে। নিরীহ শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশ পাচ্ছে না, এসব নিয়ন্ত্রণ করতে হবে। শিক্ষাঙ্গনে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে
প্রধান আলোচক এহতেশামুল হক সাখী বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশের প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সরকারের ছত্রছায়ায় কিছু সন্ত্রাসী ছাত্র সংগঠন সমূহের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এসব বন্ধ না হলে পরিণতি হবে ভয়াবহ।
সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাঠাগার ও সাহিত্য বিষয়ক সচিব ফয়সাল আমীন সিদ্দিকী, মহানগর নেতা হাফেজ আবু হুরায়রা, নাঈম হাসান, শেখ জাকির হুসাইন, আহসান হাবীব ও ইমাম হুসাইন প্রমুখ।